‎লোহাগাড়ায় ওপেন বুকটেস্ট বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় ‎ইউএনও ওপেন বুকটেস্টে বিজয়ী -দের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ইউএনও ওপেন বুক টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ আনন্দঘন পরিবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও যাদের নিয়ে এই আয়োজন,তাদের প্রতিযোগিতায় বিজয়ী ৮৯জন শিক্ষার্থীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ইউএনও ওপেন বুক টেস্ট -২৫ এর আহ্বায়ক ও উপজেলা কৃষি অফিসার জনাব কাজী শফিউল ইসলাম।

অনুষ্টানে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি, চট্টগ্রাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইনামুল হাছান, তিনি উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলা পর্যায়ে প্রথম তিনজন (৬ষ্ঠ-৮ম শ্রেণি) বিজয়ীকে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৮৬ জন মোধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *