স্টাফ রিপোর্টার:
পতিত শেখ হাসিনার দোসর গোপালগঞ্জের দুর্নীতিবাজ ক্ষমতাবান শিক্ষক, শেখ কাউসার আলী এখনো ধরাছোঁয়ার বাহিরে। যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঐতিহ্যবাহী সবুজ বিদ্যাপীঠ স্কুলের সাবেক দুর্নীতির দায় বরখাস্ত কৃত প্রধান শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যার ৩/৪ মামলার আসামি,যে কিনা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা পাঁচ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা এবং তার ছেলে সজল মোল্লার সময় দুর্নীতি করে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন।
নাম যেহেতু কাউসার আলী শেখ এবং জন্মস্থান গোপালগঞ্জ এর প্রভাব খাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী,এমপি, সচিব সহ উচ্চ পর্যায়ের আওয়ামী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগের সাথে মিলেমিশে প্রভাব খাটিয়ে হয়েছেন ওডেল টাকার মালিক।
বেসরকারি স্কুলের শিক্ষক হলে ও থাকেন 1800 স্কয়ার ফিটের বিশাল আলিশান ফ্লাটে যা কিনা তার নিজের টাকায় কেনা চলাফেরা করেন দামি গাড়িতে,তার ওয়াইফ ব্যবহার করে আরেক গাড়ি নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্কুলের ফান্ডের টাকা বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষা ফ্রি বাড়িয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা সহ অসংখ্য টাকা কামিয়েছেন। যার দরুন স্কুলের ম্যানেজমেন্ট কমিটি অডিট করে তার এই দুর্নীতি ধরা পড়াতে তিনি বরখাস্ত হন।
গোপালগঞ্জ বাড়ি হওয়ায় গড়ে তোলেন স্কুল শিক্ষকদের প্রাইভেট সংগঠন তিনি তার সাধারণ সম্পাদক হন। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সেই সংগঠন থেকে উনি এখন সভাপতি হয়েছেন, গোপনে গোপনে জেলায় জেলায় গিয়ে আওয়ামীলীগ এর শিক্ষকদের কে একত্রিত করে এই সরকারের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
কথিত আছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ছাত্রদের নিভৃত করেছেন তিনি। সেই কাওসার শেখ এখনো প্রকাশ্যে চলাফেরা করেন।