
স্টাফ রিপোর্টার:
দেওয়ানী মামলা নং ৩৭৮/২৫
নিম্নোক্ত বিবাদীগণ কে এই মর্মে অবহিত করা হচ্ছে যে, মাননীয় যুগ্ম জেলা জজ ১ আদালত ঢাকা, এক আদেশ জারি করেছেন তাহাতে আগামী ২ ও ৩ ই মে ২০২৫ ইং হোটেল ইন্টার কন্টিনেন্টাল ১ মিন্টু রোড গ্রান্ড রুপসী বাংলা হল রুম শাহবাগ ঢাকাতে অনুষ্ঠিত হতে যাওয়া ২য় ভাইস গভর্নর জেলা ৩১৫ বি ১ এর নির্বাচনকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার(Adinterim Injunction) আদেশ দ্বারা বারিত (স্থগিত) করেছেন।
বিবাদীগণ: মোঃ আশরাফ হোসাইন খান হীরা, জেলা গভর্নর, জেলা ৩১৫বি ১ ,এবং শফিকুল আজম ভূঁইয়া পিডিজি,চেয়ারপারসন নমিনেটিং কমিটি ২০২৫-২০২৬ এবং ইমরানুল হক চৌধুরী সদস্য ও মোঃ নুর হোসেন নানজিল সদস্য নমিনেটিং কমিটি।
ঠিকানা: লায়ন্স টাওয়ার,(৯ম তলা) বেগম রোকেয়া সরণী, আগারগাঁও ঢাকা।
এমতাবস্থায় উক্ত নির্বাচন অনুষ্ঠান থেকে সকল পক্ষকে বিরত থাকতে অনুরোধ করা হইলো
বাদী: মীর শফিকুল আলম কনক