মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন গন্ডা ইউনিয়নের গৈচাসিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টার এর ছেলে স্থানীয় আওয়ামী নেতা কামরুল ইসলাম এর দাপটে এক মহিলা গ্রাম ছাড়া, দেখার মতো কেউ নেই।
সূত্রে জানা যায়, একই গ্রামের বিএনপি নেতা মোঃ আহাম্মদ হোসেন এর মেয়ে বিলকিছ বেগম কে কু—প্রস্তাব দেয় নেতা কামরুল। উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যাপক অত্যাচার নির্যাতন করে, প্রাণ রক্ষার ভয়ে সে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় এবং উক্ত মহিলাসহ তার লোকজনকে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যয় করে একের পর এক মামলায় ফাসিয়ে ব্যাপক হয়রানি করে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে।
যেসকল মামলা দিয়ে হয়রানি করেছে সেগুলো হল বিজ্ঞ সহকারী জজ আদালত কেন্দুয়া, নেত্রকোণা যাহার মোকদ্দমা নং ৩৪৪/২১। বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত নেত্রকোণা, দরখাস্ত নং ৫০১/২০২১।
বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত নেত্রকোণা, দরখাস্ত নং ৪৪১/২০২২। এব্যাপারে মহিলা বিলকিছ বেগম সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, গত ০৯/০৩/২০২১ সালে একই গ্রামের মকবুল হোসেন এর নিকট হতে ৬ শতাংশ জমি ক্রয় করি এবং একই দিনে জবেদা আক্তারের নিকট হতে ৪ শতাংশ জমি ক্রয় করি সাফ কাওলা মূলে।
যাহার বি.আর.এস খতিয়ান ১৩১ জে এল নং ১০৮, বি. আর.এস. দাগ নং ১৩৮ সাবেক খতিয়ান ৪৭ সাবেক দাগ ১৫৩ এর মধ্যে উভয়ের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বিলকিছ বেগম। উক্ত জমির উপর বিলকিছ বেগম এর বসতঘর নির্মাণ থাকার পরেও কামরুলের অত্যাচারে বসবাস করতে পারিনি।
বিলকিছ আরও বলেন, আমি বিচার চাই, আমি জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারের কাছে যাব সেখানে গিয়ে অপরাধী কামরুলের বিচার চাইব। এব্যাপারে জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারের সু—দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী বিলকিছ পরিবার বর্গ। প্রকাশ থাকে যে, উক্ত ঘটানার পরিপ্রেক্ষিতে বিলকিছ মামলা করার প্রস্তুতি নিচ্ছে … চলবে