স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের জনপ্রিয় নেতা, সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, “সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব দিতে হবে।”
গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নৈরাজ্য আরও বেড়েছে বলে জানান তিনি। তার ভাষায়, “বর্তমানে চলছে টেন্ডারবাজি, রদবদল বাণিজ্য এবং গরুর হাট ঘিরে ঘুষ লেনদেন। বিগত আওয়ামী লীগ সরকারের দোসর বাকশালীরা এখনো দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। সাধারণ ঠিকাদার ও ইজারাদারদের কাছ থেকে জোরপূর্বক সিডিউল কেড়ে নিয়ে ঘনিষ্ঠ ঠিকাদারদের ঘুষের বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে।”
নবীউল্লাহ নবী আরও বলেন, “নগর ভবন কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। জনসাধারণ এখন শান্তি ও ঘুষমুক্ত সেবা চায়। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে ঘোষণা করা হলে সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত হবে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে। এটি এখন ছাত্র-জনতা ও সাধারণ মানুষের প্রাণের দাবি।”
তিনি আরও দাবি করেন, সিটি কর্পোরেশনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সৎ, দক্ষ ও জনদরদী নেতৃত্বের বিকল্প নেই, আর ইশরাক হোসেন সেই নেতৃত্বের প্রতীক।