স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ছাত্র হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ও যুব মহিলা লীগ নেত্রী পারভীন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর এলাকার জান্নাত স্কুলের পাশের একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম পারভীন আক্তারের অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ছাত্র হত্যা মামলার তদন্তে সরাসরি সম্পৃক্ততা থাকার কারণে চার্জশিটভুক্ত আসামি।”
তিনি আরও বলেন, “পারভীন আক্তার পল্লবী থানা যুব মহিলা লীগের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও তার গতিবিধি নজরদারির মধ্যে রাখা হচ্ছিল। শেষপর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”
ঘটনার পটভূমি:
সূত্র মতে, যে মামলায় পারভীন আক্তার অভিযুক্ত, সেটি একটি আলোচিত ছাত্র হত্যা মামলা। মামলার তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাব ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব ছিল মূল কারণ। ওই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও, পারভীন আক্তার পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
আলোচনায় রাজনৈতিক পরিচয়:
পারভীন আক্তারের রাজনৈতিক পরিচয় থাকায় এ গ্রেফতারকে ঘিরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে দীর্ঘদিন পারভীন আক্তার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনের চোখে সকল নাগরিক সমান এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।