স্বাধীন সংবাদ ডেস্ক:
চার মাসের চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার (৭ মে) সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন সকাল ১০টা ৩০ মিনিটে। রোববার এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান।
প্রথমে সোমবার তার দেশে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা একদিন পেছানো হয়েছে।
এই এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহে সহযোগিতা করেছে কাতারের রাজপরিবার। বিএনপির আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে কাতারের আমির এই সহায়তা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “চিকিৎসার জন্য ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া ও দেশে ফেরার বন্দোবস্ত হয়েছে উন্নত প্রযুক্তিসম্পন্ন, বিনা পয়সার এই এয়ার অ্যাম্বুলেন্সে। এজন্য কাতার সরকার ও ইউনূস সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বেগম জিয়ার আগমণ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিমানবন্দর এলাকায় তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।