প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বোয়ালখালী অন্যতম ব্যস্ত সড়ক শাকপুরা চৌমুহনীর মোড়ে সামান্য বৃষ্টিতে পানি জমে জনসাধারণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
সরেজমিন স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।
ড্রেনে ময়লা জমে পানি বের না হওয়ায় অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়,ফলে মানুষের কষ্টের সীমা থাকেনা। এসময় দ্রুততম সময়ে ড্রেনের ময়লা পরিষ্কার এবং সাপ্তাহিক বাজারের দিনের পর স্থানীয়ভাবে দ্রুততম সময়ে বাজারের আবর্জনা পরিষ্কার করার জন্য নির্দেশনা দেয়া হয়।
যেখানে সেখানে ময়লা নাফেলে নিদিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার পরামর্শ দেন।
স্থানীয় ব্যবসায়ীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কর্তৃপক্ষকে সাথে নিয়ে সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।