সিনিয়র শিক্ষক মো. শাহাজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

কামরুল ইসলাম, লোহাগাড়া:


লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া সরকারি গোলামবারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাজাহান ট্রেনে যাত্রাকালে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রাম ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ছিনতাইকারীরা মোহাম্মদ শাহাজাহানের সর্বস্ব লুটে নেওয়ার পর চলন্ত ট্রেনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সাতকানিয়া সরকারি গোলামবারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ইউনিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বশরত আলী মুন্সি জামে মসজিদ ও হেফজখানা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি জনাব ফোরকান উল্লাহ চৌধুরী।

তিনি বলেন,

“আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক মো. শাহাজাহান স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও মহান মানুষ। তার মৃত্যুতে শিক্ষার্থীরা হারিয়েছে একজন প্রকৃত পথপ্রদর্শক, আর আমরা হারিয়েছি এক সূর্য সন্তান। শিক্ষা জগতে এটি একটি অপূরণীয় ক্ষতি। আমি উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন শাহাজাহান স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।”

উল্লেখ্য, শিক্ষক মো. শাহাজাহান দক্ষিণ সাতকানিয়াসহ পুরো এলাকায় একজন আদর্শ শিক্ষক ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *