হাসান আলী :
আওয়ামীলীগের দোসর মোহাম্মদ উল্লাহ পলাশ আজ বিকেলে ডিবির হাতে আটক হয়েছেন বলে জানা যায়। মোঃ মোহাম্মদ উল্লাহ পলাশ (৫০) বৈষম্য বিরোধী মামলার আসামি (আওয়ামী ক্যাডার এবং সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের যোগানদাতা)।
আজ বিকেলে ডিবির একটি বিশেষ অভিযানে আটক করা হয়। মোহাম্মদুলা পলাশ বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে আওয়ামী লীগকে সংঘটিত করার চেষ্টা করতেছিল। মোহাম্মদ উল্লাহ পলাশ, পিতাঃ আব্দুল্লাহ আল মোমেন সাং-১৯/১, আবুল খয়রাত রোড, বাবুবাজার, থানাঃ কোতয়ালী, জেলাঃ ঢাকা। বর্তমানে-ইস্টার্ন প্যারাডাইজ, হোল্ডিং নং- ৩৫, ফ্ল্যাট নং-১০১, সেগুনবাগিচা(চিটাগং হোটেলের উল্টাপাশে)। মোহাম্মদ উল্লাহ পলাশ কে ছাড়িয়ে নেওয়ার জন্য মোটা অংকের টাকা নিয়ে একটি মহল কাজ করছে বলে জানা যায়।