আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে আম বিক্রির তৃতীয় দিনেও জমজমাট বেচাকেনা চলছে। সকাল থেকেই বাজারে ভিড় জমাচ্ছেন স্থানীয় আমচাষিরা। আগাম জাতের গোবিন্দভোগ ও গোপালভোগ আম নিয়ে চাষিরা ভ্যানযোগে বাজারে হাজির হচ্ছেন, যার ফলে বাজারের বাইরেও তৈরি হয়েছে দীর্ঘ লাইন। বাজারজুড়ে চলছে মাপঝোঁক ও দরদাম ঠিক করার ব্যস্ততা। তবে যানজট ও অব্যবস্থাপনায় বাড়ছে চাষিদের ভোগান্তি।
চাষিরা জানান, মণপ্রতি আমের দাম ১৮০০ থেকে ২৪০০ টাকার মধ্যে ওঠানামা করছে, যা নির্ধারিত হচ্ছে আমের আকার, রঙ এবং স্বাদের ভিত্তিতে।
চাষি মিজানুর রহমান বলেন, “ভোরে এসে বসার জায়গা পাইনি, বাধ্য হয়ে রাস্তার পাশেই বসে বিক্রি করছি। একাধিক বাজার না থাকায় আড়তদাররা জোট বেঁধে কম দামে কিনে নিচ্ছেন।”
পাইকার রেজাউল করিম জানান, “গোবিন্দভোগের স্বাদ অনেক ভালো, কিন্তু পরিবহন ও প্যাকেজিং সমস্যার কারণে দাম বাড়ানো যাচ্ছে না।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনে হিমসাগর আম বাজারে আসলে বেচাকেনা আরও বাড়বে।”
চাষিদের দাবি, বিকল্প বাজার স্থাপন ও ভ্রাম্যমাণ পাইকারি হাট চালু করা হলে তাদের ভোগান্তি কমবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে, তবে মাঠপর্যায়ে অব্যবস্থা ও বাজার সংকটে হতাশ চাষিরা কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ চান।