মাধবপুর উপজেলার পশ্চিম বাজারে জলিল মিয়া, নয়ন মিয়া ও মর্তুজ আলীর বিরুদ্ধে চুরির অভিযোগঃ

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর  উপজেলার মাধবপুর পশ্চিম বাজারের সাঈদ মিয়ার মুরগির দোকান থেকে গত ২০/০৪/২৫ইং তারিখ ভোর রাত ৪টা ২০মিনিটে ১০০টি মুরগী (যাহার মুল্য ২৫,০০০টাকা) জলিল মিয়া, নয়ন মিয়া ও মর্তুজ আলী অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে মুরগী ব্যবসায়ী সাঈদ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন: ১। জলিল মিয়া, পিতা- মৃত মহন মিয়া, ২। নয়ন মিয়া, পিতা- মৃত আলী আহম্মদ ও ৩। মতুজ আলী, পিতা- অজ্ঞাত। মাধবপুর পশ্চিম বাজারের মুদির দোকানদার জসিম মিয়া ও মুরগি ব্যাবসায়ী মাসুদ রানা বলেন যে, উপরোক্ত অভিযুক্ত ব্যক্তি জলিল মিয়া, মর্তুজ আলী ও নয়ন মিয়া সমাজের চুরির মত বিভিন্ন আইনবিরোধী কাজের সাথে জড়িত এবং মাদক সেবনকারী , মাদক ব্যবসায়ী, পতিতা ব্যবসায়ী ও ক্রিমিনাল প্রকৃতির মানুষ।

ইতিপূর্বে এলাকায় চুরির কারণে তাদের কতেকবার  আইনের আওতায় নেওয়া হয়েছিল এবং বর্তমানে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ চলমান রয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার জারু মিয়া বলেন- মর্তুজ আলী মুক্তিযোদ্ধা ভবনের পাহারাদার এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে চুরির মত অনৈতিক কাজগুলো প্রতিনিয়ত করে আসছে। সাঈদের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই জাকিরের কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনাটি সত্য বলে জানান এবং তিনি আরো জানান যে অভিযুক্তরা  খারাপ প্রকৃতির ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। ওসি সাহেবের সাথে কথা বলে তিনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।

অভিযোগকারী সাঈদ মিয়া ও এলাকাবাসী  প্রশাসনের  দৃষ্টি আকর্শন করে বলেন উক্ত ঘটনাটির  সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *