পাকিস্তানি গায়ক আলি জাফরের আহ্বান: ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে জরুরি সংলাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন

স্বাধীন বিনোদন ডেস্ক: 

 

পাকিস্তানের গায়ক ও অভিনেতা আলি জাফর সম্প্রতি ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি সংলাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার একাধিক টুইটের মাধ্যমে আলি জাফর দু’দেশকে সংযম বজায় রাখতে এবং শান্তির পথ অনুসরণের জন্য অনুরোধ করেছেন। তিনি উল্লেখ করেন, “দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তার পরিণতি ভয়াবহ হতে বাধ্য।”

আলি জাফর বলেন, “আমরা যখন ঘর থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি, তখন বুঝতে পারলাম—এটি কোনো সিনেমা নয়, এটি বাস্তব। যুদ্ধ মানেই ধ্বংস, কিছুই আর বাঁচবে না।”

তিনি আরো বলেন, “যারা যুদ্ধ উসকে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে প্রশ্ন, ‘আপনারা কি জানেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের পরিণতি কী হতে পারে?’ কোনো অবস্থাতেই নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করার কোনো justification থাকতে পারে না।”

আলি জাফর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনই কার্যকর হস্তক্ষেপ জরুরি। দুই দেশের নেতাদের প্রতি আমার অনুরোধ, এখনই আলোচনার পথ খুঁজুন, শোনার সময় এসেছে, এবং দ্রুত এই সংকটের সমাধান করুন।”

তিনি শেষ করেছেন, “প্রতিটি জীবনই মূল্যবান, এবং প্রতিটি জাতির নিরাপত্তার অধিকার রয়েছে। পাকিস্তান রয়েছে বলেই আমরা আছি।”

এর আগে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধ এবং সিন্ধু নদী চুক্তি স্থগিত করেছে।

৭ মে পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, ভারত বিমান হামলা চালিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা পাল্টা বিমান ও স্থলপথে হামলা করেছে। পাকিস্তান তাদের দাবিতে জানায়, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান (এর মধ্যে চারটি রাফাল) ভূপাতিত করেছে, যদিও তারা আরও দশটি বিমান ধ্বংস করতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে।

এদিকে, ভারতের মূলধারার গণমাধ্যম প্রথমে তিনটি যুদ্ধবিমান ধ্বংসের খবর দিলেও পরে তা সরিয়ে নেয়। সিএনএন-এ প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, ভারতীয় রাফাল জেট হারানো তাদের বিমান বাহিনীর শক্তিতে বড় ধাক্কা হিসেবে চিহ্নিত হয়েছে। ফরাসি গোয়েন্দা কর্মকর্তারাও নিশ্চিত করেছেন, পাকিস্তান একটি রাফাল জেট ভূপাতিত করেছে।

পাকিস্তান আরও জানায়, তারা ভারতীয় ২৫টি ইসরাইলি “হারপ” ড্রোন ধ্বংস করেছে, যেগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। পাকিস্তান তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ড্রোনগুলিকে প্রতিহত করেছে।

পাক সেনাবাহিনী এক বিবৃতিতে বলে, “ভারতের ড্রোন হামলা ছিল আমাদের পাল্টা অভিযান থেকে আতঙ্কিত প্রতিক্রিয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *