বোয়ালখালীতে আইসক্রিম ফ্যাক্টরির নকল কারখানায় অর্থদণ্ড

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:

 

বোয়ালখালী পৌর সদরের খাদ্য গুদামের পাশে অবৈধ উপায়ে আইসক্রিম উৎপাদন ও নামীদামী ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে গোপনে ব্যবসা পরিচালনার অভিযোগে এক প্রতারক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, জয়নব টাওয়ারের পাশে অবস্থিত ‘পিংকো আইস বার’ নামক একটি অবৈধ কারখানায় কোয়ালিটি, ইগলু, পোলার ও হ্যাজেলনাট নামীয় জনপ্রিয় ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নিম্নমানের ও স্বাস্থ্যহানিকর আইসক্রিম উৎপাদন করে বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কার্যক্রমে জড়িত থাকার দায়ে উত্তম চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নকল আইসক্রিম ধ্বংস করা হয়।

একই দিনে বোয়ালখালী পৌর এলাকার ‘আলো বেকারি অ্যান্ড সুইটস’ নামক একটি বেকারিতেও অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকরভাবে প্রস্তুতকৃত মিষ্টির শিরাও ধ্বংস করা হয়।

উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করে বোয়ালখালী থানার একটি চৌকস পুলিশ দল, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *