স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা আওয়ামী লীগের শাসনব্যবস্থা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দলটি থেকে সরে গেছেন বা রাজনীতি থেকে দূরে রয়েছেন, তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আওয়ামী লীগের শাসন, যা লুটপাট, দুর্নীতি এবং অবিচার নিয়ে পরিচিত, সেটা যারা পছন্দ করেন না, তারা আমাদের দলের আদর্শে বিশ্বাসী হয়ে আসতে পারেন।”
রিজভী আরও বলেন, “আমরা চাই সমাজের সৎ, দায়িত্বশীল মানুষ, যারা হয়তো অবসরে গেছেন বা রাজনীতি থেকে বিরত রয়েছেন, তারা যদি বিএনপির আদর্শে বিশ্বাসী হন, তবে তাদের জন্য আমাদের দরজা খোলা। এটা হতে পারে শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, কৃষক বা শ্রমিক—যারা দেশের জন্য কাজ করতে চান।”
তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত বিএনপির নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। দলের লক্ষ্য হল এক কোটি নতুন সদস্য সংগ্রহ করা, ইনশাআল্লাহ।
রিজভী বলেন, “যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করেন, তারা বিএনপির সদস্য হতে আগ্রহী হবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। কারণ বর্তমান সরকারের শাসন এখন অনেক কঠিন হয়ে উঠেছে, এবং অনেকেই আমাদের দলে যোগ দেবেন।”
এছাড়াও, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।