আব্দুর রশিদ, সাতক্ষীরা:
ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা স্নাতক সমমানের স্বীকৃতি প্রদানের এক দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ কলেজের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা সমাবেশে স্লোগানে স্লোগানে বলেন, “এসএসসি ও এইচএসসি’র পরে ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই।”
তারা জানান, ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সারাদেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবিটি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান।
পরে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে পুনরায় সদর হাসপাতালের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।