আব্দুর রশিদ, সাতক্ষীরা:
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সভাকক্ষে সম্পদ প্রকল্পের আওতাধীন মন্ত্রণালয় অধিভুক্ত ৪র্থ সাইকেলের শর্ট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহারুল ইসলাম, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা; নাজমুন নাহার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা; কে. এম. মাহাবুব কবির, সহকারী পরিচালক (ইজি), বিআরটিএ, সাতক্ষীরা; এবং মোঃ মোস্তফা জামান, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে. এম. মিজানুর রহমান।
এ সময় টিটিসির শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে সম্পদ প্রকল্পের অবদান ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বিষয়ে গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়।