আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনারমোড় এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মে (সোমবার) দুপুরে অপরিচিত এক মহিলা একটি শিশুকে চুরি করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়।
পরে মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো ও বিভ্রান্তিকর উত্তর দিতে থাকেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা তাকে আটক করে শ্যামনগর থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে হেফাজতে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, শিশুটি ইশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সিনেমা হলের পাশে বসবাসকারী লিপি বেগমের ছেলে। তবে আটক মহিলার নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বলেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।