ধুনটে অন্যায় ভাবে ৮টি আকাশমনিসহ মেহগনি গাছ কর্তনের অভিযোগ

আব্দুর রহিম জয়,বগুড়া:

বগুড়ার ধুনট পৌর এলাকায় পশ্চিম ভরণ শাহী গ্ৰামে দলিল কৃত জমিতে বিভিন্ন প্রকারের বৃক্ষাদী লাগাইয়া ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় ২৮ মে অনুমান ৮ ঘটনাটি কার সময় রোপণ কৃত বৃক্ষের মধ্যে হতে অন্যায় ভাবে ৮টি আকাশমনি ও মেহগনি গাছ কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
থানায় অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায় যে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্ৰামের মৃত এরশাদ আলীর ছেলে জহুরুল ইসলাম ও অজ্ঞাতনামা ৫/৬ জন তফসিল ভুক্ত সম্পতি হইতে ৮ টি আকাশমণি ও মেহগনি গাছ কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন বিবাদীগণ অন্যায় ভাবে আমার গাছ কর্তন করে প্রায় (১.২৮.০০০/-) এক লক্ষ আটাশ হাজার টাকা ক্ষতি সাধন করিয়েছেন। তপশীল ভুক্ত সম্পত্তি ধুনট মৌজার পশ্চিম ভরণশাহী গ্ৰামে জেল নং ৩৭, সাবেক খং নং নং -৮৬৫, এম, আর, আর খং নং -১৫৬৪, দাগ নং -৬৪৬২, জমির পরিমান ১৫ শতকের কাতে সাড়ে ৭ শতক‌। যার দলিল নং -২৯৬৩,১৮-০৬-১৯৯২ ইং সালে।

বাদী জাহানারা খাতুন তার আরো একটি অভিযোগে বলেন পৌর সভার ১নং ওয়ার্ডে বিবাদী বাদশাগণ পূর্ব পরিকল্পিত ভাবে শর্ত দখলীয় নালিশী সম্পত্তির উপর জোর পূর্বক অন্যায় ভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। তখন আমি বিবাদীগণকে আমার বিনা অনুমতিতে রাস্তা নির্মাণ করার কারণ জিজ্ঞাসা করিলে। বিবাদীদ্বয় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
আমি মৌখিক ভাবে গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদীগণ আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় ধুনট থানা সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করা হয়েছে , যাহার মোকদ্দমা নং -৭৬/২০২৪। অন্য (চিরস্থায়ী)নিষেধাজ্ঞার আবেদন করলে মাননীয় আদালত শুনানীঅন্তে বিবাদী দ্বয়ের উপর শোকশ নোটিশ প্রদান করেন। ধুনট মৌজার জে,এল নং -৩৭, সিএস খতিয়ান নং -২১, এম আর, আর নং -৫১,১৫৬৪,২১৪৫, দাগ নং -৬২০৮,৬৬৭৪,৬৪৬২,ধানী জমির৫০.৫ শতকের কাতে ১৫ শতক জমি।

এই বিষয়ে জাহানারা খাতুন বাদী হয়ে কয়েক জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *