লোহাগাড়া পদুয়া রেঞ্জ কর্মকর্তা মামুনের দিকনির্দেশনায় অভিযান

স্টাফ রিপোর্টার:

লোহাগাড়ায় বন বিভাগের অভিযানে পদুয়া রেঞ্জের আওতাধীন সরকারি বনভূমির আনুমানিক দুই একর জমি জবরদখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পদুয়া রেঞ্জ কর্মকর্তা মামুনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত জানতে গিয়ে জানা যায়, ১১ মে (রোববার) বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুনের দিকনির্দেশনায় ডলু বিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে বন বিভাগের স্টাফদের সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের ডলু বন বিটে ২০২৩-২০২৪ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় ফারেঙ্গা মৌজায় সৃজিত ৮০ হেক্টর বাগানের মধ্যে একটি টিনের ঘর নির্মাণ করেছিল একটি প্রভাবশালী মহল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে টিনের ঘরটি ভেঙে জবরদখল উচ্ছেদ করা হয়।

এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ডলু বিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, একটি প্রভাবশালী মহল কিছুদিন যাবত ফারেঙ্গা মৌজার সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ করছিল। তাই পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ডলু বিটের স্টাফদের নিয়ে অভিযান পরিচালনা করে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *