কামরুল ইসলাম:
হাটহাজারী থানাধীন ধলই এলাকার একটি ক্লুলেস ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র এবং ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ
গত ২০ এপ্রিল রাত আনুমানিক ২:৩০ থেকে ৩:৩০ এর মধ্যে হাদুরখীল শরীফ এর বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটায় সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় তারা নগদ টাকা, সোনার গহনা এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। এছাড়া, ডাকাতির সময় বাধা প্রদান করলে বাড়ির একজন সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।
অভিযান ও গ্রেফতার
এ ঘটনার তদন্তে নেমে ১০ মে ভোর ৪টা থেকে ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযানে পুলিশ ফটিকছড়ি থানাধীন আজাদীবাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত মোঃ রহমত উল্যাহ, মোঃ রাশেদ এবং মোঃ আলমগীর নামের তিন ডাকাতকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২টি হাসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরি, এবং বিপুল পরিমাণ ঘর ভাঙার সরঞ্জাম।
এছাড়া, অভিযানে আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।