মোহাম্মদ সোহেল রানা:
চট্টগ্রাম উত্তর জেলার বনবিভাগে কর্মরত ফরেস্ট কর্মচারীরা বর্তমানে চরম অসহায়তা ও বৈষম্যের শিকার হচ্ছেন। বন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মীরা নিজেরাই আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছোট কাঞ্চনপুর, মাহোদাবাদ, ওদলিয়া—এসব এলাকা ঝুঁকিপূর্ণ।
তাদের আত্মরক্ষার জন্য নেই কোনো সরকারি অস্ত্র বা পর্যাপ্ত সরঞ্জাম—লাঠি কিংবা অন্যান্য নিরাপত্তা উপকরণও নেই। ফলে তারা নিয়মিত হুমকি, ভয়ভীতি ও দুর্নীতির সংঘবদ্ধ চক্রের চাপের মুখে কাজ করতে বাধ্য হচ্ছেন।
বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ তাদের। তারা বলছেন, দুর্বৃত্ত চক্রের প্রতিনিয়ত হুমকি ও হয়রানিতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ফলস্বরূপ, বনসংরক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত মহল একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই সংকট নিরসনে ফরেস্ট কর্মচারীরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন।