আব্দুর রশিদ, সাতক্ষীরা:
আশাশুনি উপজেলার খরিয়াটিতে শতবর্ষী রহিম বক্স মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার জোহর নামাজের পর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
খরিয়াটি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা রহিম বক্স মোড়ল (১০০) রবিবার রাতে আনুমানিক ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আসাদুল ইসলাম।
জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, অধ্যক্ষ আমিনুদ্দিন, প্রভাষক নুর ইসলাম গাজী, হাফেজ কুতুবউদ্দিন, খান আব্দুল মান্নান, ইউপি সদস্য আবুল কালাম, আব্দুল বারিক সরদার, মাস্টার মোস্তাফিজুর রহমান, হাফেজ রাখিদুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, শরিফুল ইসলাম সরদার, সাংবাদিক শেখ ইয়াসির আরাফাত, রিপন জোয়ারদার প্রমুখ।