স্টাফ রিপোর্টার:
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর দাবি, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তাকে মারধর ও লুটপাট চালিয়েছে। মিজানুর রহমান কামরাঙ্গীরচর থানায় দায়ের করা অভিযোগে জানান, পারিবারিক জায়গা-সম্পত্তি নিয়ে তার ও ছোট ভাই শামীমসহ অন্যান্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, যা বর্তমানে ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে (মোকদ্দমা নং- ৪৩/২০২৫) বিচারাধীন।
\অভিযোগে বলা হয়, ১১ মে দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে ২ নম্বর আসামি সামির তাকে বাসা থেকে ডেকে মায়ের দোয়া রেন্ট-এ-কার দোকানে নিয়ে যান। সেখানে উপস্থিত ১ নম্বর আসামি হাজী মোঃ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান, নিজেকে “কামরাঙ্গীরচরের বিচারক” দাবি করে মামলার বিষয় সালিশে মেটানোর নির্দেশ দেন।
মিজানুর তা মানতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। এছাড়াও অভিযোগে বলা হয়, হামলার সময় ৪ নম্বর আসামি আব্দুল কাইয়ুম তার পকেট থেকে নগদ ৭,০০০ টাকা নিয়ে যান এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির যন্ত্রপাতি, যার আনুমানিক মূল্য ৩৫,০০০ টাকা, চুরি করা হয়।
হামলার পুরো ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হলেও পরে সেই সিসিটিভি ডিভাইসও নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন এবং তিনি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।