স্টাফ রিপোর্টর:
আজ সকাল ৭টার সময় রাজধানীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোরিকশাচালক মোহাম্মদ দুলাল মিয়া। প্রত্যক্ষদর্শীদের মতে, রং সাইটে গাড়ি চালিয়ে আসা নাগরিক পরিবহনের একটি বাস দুলাল মিয়ার অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার গুর ইউনিয়নের পেয়ারা কান্দি গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীতে বসবাস করতেন এবং প্রতিদিন অটো চালিয়ে সংসার চালাতেন। তার সংসারে রয়েছে দুটি ছোট ছেলে ও কয়েকটি মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, দুলাল মিয়া প্রতিদিনের মতো সকালে রিকশা নিয়ে বেরিয়েছিলেন বাজারের জন্য কিছু টাকা ইনকাম করতে। পরিবারের মুখে আহার তুলে দিতেই ছিল তার দিনরাতের পরিশ্রম। কিন্তু হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনা তাদের জীবনে নেমে এনেছে অন্ধকার।
ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দুলালের পরিবার ও এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও ন্যায়বিচার প্রার্থনা করেছে।
ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও বাসটি আটক করে যাত্রাবাড়ী থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন বলে জানা গেছে।