যাত্রাবাড়ীতে ছাত্রলীগ নেতা মাছ বাজার দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে

স্টাফ রিপোর্টার: 


রাজধানীর যাত্রাবাড়ী ৪৮ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা দখল করে বসানো হয়েছে অবৈধ মাছ বাজার। এতে একদিকে যেমন জনদুর্ভোগ চরমে, অন্যদিকে লক্ষ লক্ষ টাকার অবৈধ লেনদেন চলছে প্রতিদিন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের আত্মীয় রাগিব রহমত তাসবিহ, আজিজুল হক বকুল ও সানিয়া আলম এই অবৈধ বাজার পরিচালনায় সরাসরি জড়িত। এছাড়া সূত্রাপুর থানার সাবেক যুবলীগ নেতা ফালানকেও এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী হওয়ার কারণে প্রশাসনের নাকের ডগায় থেকেও তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বাজার থেকে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করা হলেও এর কোনো বৈধতা নেই, এবং এতে সরকারও রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার ওপর বাজার বসার কারণে যানজট, দুর্ঘটনা ও নানাবিধ দুর্ভোগে পড়ছেন তারা। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *