আওয়ামী লীগ নেতা মাসুম চেয়ারম্যানের ঘনিষ্ঠ সাগর এখন যুবদলের সভাপতি পদপ্রার্থী

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ওয়াদুদ সাগর এখন বন্দর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায়।

এক সময় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে সরব উপস্থিতি ছিল ওয়াদুদ সাগরের। তাকে দেখা যেত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে। কিন্তু গেল ৫ই আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ পর সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বদলে যায় তার রাজনৈতিক অবস্থান। রাতারাতি নিজেকে রূপান্তর করে এখন তিনি নিজেকে বিএনপি ও যুবদলের সক্রিয় নেতা হিসেবে তুলে ধরছেন।

তার সাথে থাকা আরও কয়েকজন পূর্বের আওয়ামীপন্থী কর্মীও বর্তমানে নিজেকে বিএনপির পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, বিশেষ করে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে।

স্থানীয় কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদের কাছে প্রশ্ন রেখেছেন— কীভাবে একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, হঠাৎ করে ৫ আগস্টের পরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হতে পারেন?

স্থানীয়দের মতে, এই ধরনের হঠাৎ রাজনৈতিক রূপান্তর দলীয় আদর্শের প্রতি অবিশ্বাস ও রাজনৈতিক সুবিধাবাদিতারই প্রমাণ দেয়। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *