তিনদিন পর অবশেষে দুবাই ছাড়লেন রিশাদ ও নাহিদ, বিসিবির সঙ্গে ছিল না কোনো যোগাযোগ

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

তিনদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। শুক্রবার রাত ২টার দিকে বিসিবি ও ইউএই ক্রিকেট বোর্ডের চেষ্টায় শেষ পর্যন্ত তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

এই সময় বিসিবির সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। দুবাইয়ে আটকে পড়া অবস্থায় বোর্ড জানতে পারছিল না তাদের সঙ্গে ঠিক কী ঘটেছে। বিসিবি ধারণা করছিল, পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় ভিসা সংক্রান্ত কোনো জটিলতা হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন,
“আমরা প্রথমে পরিষ্কার হতে পারছিলাম না। তাদের ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।”

তদন্তে জানা গেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধ হয়ে যাওয়ার সময় রিশাদ ও নাহিদ ছিলেন বিশেষ ট্রানজিট ব্যবস্থায়। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার ফলে পিএসএল স্থগিত হলে সব বিদেশি খেলোয়াড়কে একটি বিশেষ বিমানে দুবাই পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখান থেকে তাঁরা অন্য ফ্লাইটে দেশে ফেরেন। ধারণা করা হচ্ছে, সেই সময় তাদের ট্রানজিট ভিসা পুরোপুরি কার্যকর হয়নি, যা পরবর্তীতে দুবাইয়ে প্রবেশে বাধা সৃষ্টি করে।

উল্লেখ্য, বাংলাদেশ দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিল। রিশাদ ও নাহিদ ছিলেন প্রথম দলের অংশ, যারা ঢাকা ছাড়েন ওই দিনই। তবে দুবাই পৌঁছানোর পর তারা ইমিগ্রেশন পার হতে ব্যর্থ হন।

সব জটিলতা কাটিয়ে অবশেষে তারা দলে যোগ দিতে প্রস্তুত। আজই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে রিশাদ ও নাহিদের খেলার সম্ভাবনা এখনো অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *