স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
তিরানা, আলবেনিয়া – ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন। রাজনীতির কঠোর মঞ্চে হঠাৎই এক মুহূর্তে যেন ঢুকে পড়ল সিনেমার দৃশ্য। লাল গালিচায় পা রাখলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ঠিক তখনই আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা হাঁটু গেড়ে বসে তাঁকে জানালেন অভিনব স্বাগত!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেলোনি সম্মেলনস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রামা মাথা নিচু করে হাতজোড় করে তাঁকে অভিবাদন জানান। তার এই নাটকীয় অভিনব ভঙ্গিতে মেলোনি হেসে ফেলেন। পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। সেই মুহূর্তে রামা তাঁকে বলেন, “আমার ইতালিয়ান বোন!”
এডি রামা শুধু মেলোনিই নয়, অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও তার রসিকতা চালিয়ে যান, যার মাঝে মিশে ছিল কূটনৈতিক উষ্ণতা ও ব্যক্তিগত বন্ধুত্বের বার্তা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানিয়ে রামা বলেন, “এই যে, সূর্যের রাজা!”
আর যুক্তরাজ্যের প্রতিনিধিদের দিকে তাকিয়ে বলেন, “বৃষ্টি আসবে এটা তো জানা কথাই ছিল। এখন তো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত—এই বৃষ্টির উৎসই হচ্ছে ব্রিটিশ প্রতিনিধিদল!”
সম্মেলনের দিন সকালেও প্রবল বৃষ্টিকে পাত্তা না দিয়ে রামা একটি নীল ছাতা হাতে লাল গালিচা ঘুরে বেড়ান, অতিথিদের স্বাগত জানান এক হৃদ্যতাপূর্ণ হাসি নিয়ে। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে তিনি অভ্যর্থনা জানান প্রাণবন্ত অথচ মর্যাদাপূর্ণ ভঙ্গিতে।
সম্মেলনের আগের দিন ইনস্টাগ্রামে রামা লেখেন,
“আজ তিরানায় এসেছে পুরো ইউরোপ, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই।”
এই আয়োজন শুধু কূটনীতির মঞ্চ নয়, ছিল একধরনের সাংস্কৃতিক বিনিময়, যেখানে সৌজন্যতার ছোঁয়ায় নতুন করে সংজ্ঞায়িত হলো আন্তঃদেশীয় সম্পর্ক।
তথ্যসূত্র: এনডিটিভি