বাকেরগঞ্জে মহানবী (সাঃ) কে ফেসবুকে  কটুক্তি করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান খান :

বরিশালের বাকেরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে   স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে ধর্মপ্রাণ  মুসলমানরা বরিশাল-পটুয়াখালী  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গত ১৭ মে শনিবার উত্তেজিত মুসলমানরা বরিশাল – পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ   বাস স্ট্যান্ড  সংলগ্ন   সরকারি কলেজের সম্মুখের সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে  বিক্ষুব্ধ  জনতা সড়ক  অবরোধ করে   স্লোগান দিয়ে  প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা  করার জন্য সড়ক অবরোধ ও বিক্ষোভ  কর্মসূচি পালন করেছে। সড়ক অবরোধ   ও বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার  ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ফেসবুকে  স্ট্যাটাস দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অভিযুক্ত  সৌরভ এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা  করা হবে। তাদের এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা  সড়কের  অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখানে উল্লেখ্য – গত ১৬মে   শুক্রবার বিকেলে উপজেলার কলসকাঠি  ইউনিয়নের বেবাজ গ্রামের দেবু দত্তের ছেলে   সৌরভ দত্তের ফেসবুক আইডি দিয়ে মহানবী ( সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস ছড়িয়ে পড়লে  মুসলমানদের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজিত জনতা রাতে বিক্ষোভ করে থানা  ঘেরাও করে এবং অভিযুক্তকে দ্রুত  গ্রেফতারের দাবী জানায়। থানা পুলিশ  তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে  প্রেরণ করেছেন।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়া আইডিধারী যুবককে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ গ্রেফতার করেছে  এবং রাতেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ  প্রমাণিত হলে আইন অনুযায়ী  সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *