স্বাধীন স্পোর্টস ডেস্ক:
ভুটানে অনুষ্ঠিত ন্যাশনাল উইমেনস লিগে অংশ নেওয়া পাঁচ নারী ফুটবলার আজ সকালে বাংলাদেশে ফিরে এসেছেন। এই ফুটবলাররা আগামী মাসে জর্ডান সফরের জন্য জাতীয় দলের চলমান ক্যাম্পে যোগ দেবেন। ফিরে আসা ফুটবলাররা হলেন মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
বিমানবন্দরে ফিরে আসা ফুটবলাররা জানান, তারা ভুটানে একটি ম্যাচ খেলতে পারলেও লিগ শুরু হতে দেরি হওয়ায় তাদের আরও ম্যাচ খেলার সুযোগ হয়নি। এর মধ্যে রুপনা ও মারিয়া গত ১৩ এপ্রিল ভুটান গিয়েছিলেন এবং পাঁচদিন কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করেন। বাটলার ৭ এপ্রিল দেশে ফিরে আসেন। মনিকা, ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র ৬ এপ্রিল ভুটান যান।
এই পাঁচ ফুটবলার আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে আছেন আরও ৪১ জন ফুটবলার। তাদের মধ্যে সুরমা জান্নাত, স্বর্ণা রাণী ও আকলিমা খাতুন চোটে ভুগছেন, তবে তাদের পুরোপুরি সুস্থ হওয়ার পর জর্ডান সফরের জন্য প্রস্তুতি নেওয়া হবে।
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ২৭ মে জর্ডানের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে তারা ৩১ মে জর্ডানের বিপক্ষে একটি ম্যাচ এবং ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। এই সফরটি আগামী মাসে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ।
তবে, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাসুরা পারভীন এবং মাতসুশিমা সুমাইয়া—এই পাঁচ অভিজ্ঞ ফুটবলারকে জর্ডান সফরের জন্য বিবেচনায় আনেননি কোচ পিটার বাটলার। তাদের ফর্ম ও ফিটনেস নিয়ে সন্তুষ্ট না হওয়ায় এই পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে, যদিও ভুটান লিগে সাবিনা ও কৃষ্ণা অনেক গোল করেছেন।
জর্ডান সফরের জন্য ক্যাম্পে থাকা ৪৬ জন ফুটবলার থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে সফরের এক-দুই দিন আগে।