সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি-বেসরকারি অফিসে কর্মব্যস্ততা, ঈদের ছুটির পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত

স্বাধীন সংবাদ ডেস্ক:


সাধারণত যেসব দিনে দেশের সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে নীরবতা থাকে, সেই শনিবার আজ চিত্রটা একেবারে ভিন্ন। আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্মচাঞ্চল্যে মুখর দেশের সব সরকারি অফিস ও ব্যাংক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসন্ন টানা ১০ দিনের ছুটি পুষিয়ে নিতে আজ ১৭ মে (শনিবার) এবং আগামী ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে।

ঈদের আগে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারী চাকরিজীবীরা ভোগ করবেন একটানা ছুটি। এ দীর্ঘ ছুটির পরিকল্পনা কার্যকর রাখতে কর্মঘণ্টা পূরণ করাই মূল লক্ষ্য, যার অংশ হিসেবে আজকের এই ব্যতিক্রমী কর্মদিবস।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত শুধু সরকারি নয়—আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপরও প্রযোজ্য। তবে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন-ইন্টারনেট ও ডাক বিভাগের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে ছুটির সময়ও।

এছাড়া, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সংশ্লিষ্ট পরিবহণ খাতও ছুটির আওতার বাইরে থাকবে, যাতে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।

সরকারি এই সিদ্ধান্ত কর্মীদের জন্য যেমন টানা ছুটির স্বাদ নিয়ে আসছে, তেমনি দেশের গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রম সচল রাখার এক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *