আগামী পাঁচ দিন বৃষ্টির কবলে দেশ, তিন বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

আগামী পাঁচ দিন টানা বৃষ্টিতে ভিজতে চলেছে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২২ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রোববার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ চমকানো ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটতে পারে।

এদিকে দেশের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বইছে, বিশেষ করে বান্দরবান ও খুলনা অঞ্চলে। তবে তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে আবহাওয়া অফিস। আগামী দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২২ মে পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নাগরিকদের বৃষ্টিপ্রস্তুতি নিয়ে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *