স্বাধীন সংবাদ ডেস্ক:
চোখের অস্ত্রোপচারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সুস্থ আছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হসপিটালের কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
শনিবার (১৮ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, “বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশনের পর অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”
চোখের অস্ত্রোপচারের পর বিমানে ভ্রমণের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “চোখের অপারেশনের পর কোনো কোনো সময় এয়ার প্রেসার ওঠানামা করলে জটিলতা দেখা দিতে পারে। সে কারণে চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ ফ্লাই না করার পরামর্শ দিয়েছেন।”
তিনি আরও জানান, মির্জা ফখরুলের ডান চোখে কোনো সমস্যা নেই এবং তিনি সেখান দিয়ে দেখতে পাচ্ছেন। বাম চোখে কেবল গ্লাস ব্যবহার করা হচ্ছে। চোখ পুরোপুরি সুস্থ হলে চিকিৎসকদের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরে আসবেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
উল্লেখ্য, ১৩ মে সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক যান বিএনপি মহাসচিব। পরদিন ১৪ মে তার বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।