স্বাধীন সংবাদ ডেস্ক:
বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এ ছাড়া কোনো অতিরিক্ত সার্ভিস ফি, কমিশন বা অন্য কোনো খাতে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় ভিন্ন ভিন্ন হারে এনডোর্সমেন্ট ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় করছিল, যা গ্রাহকদের বৈধভাবে মুদ্রা কিনতে নিরুৎসাহিত করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “গ্রাহকদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাসপোর্টে এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে।”
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী:
-
এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারিত
-
এই ফি ব্যতীত অতিরিক্ত কোনো চার্জ, কমিশন বা ফি নেওয়া যাবে না
-
সব ব্যাংককে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে
উল্লেখ্য, বিদেশ ভ্রমণের সময় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কেনার প্রয়োজন হয়, এবং এই প্রক্রিয়ায় পাসপোর্টে সংশ্লিষ্ট মুদ্রার পরিমাণ ও বিস্তারিত সংযুক্ত করা হয়, যাকে এনডোর্সমেন্ট বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে গ্রাহকদের জন্য বিদেশ ভ্রমণের প্রস্তুতি আরও স্বচ্ছ ও নিরুৎসাহহীন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।