প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালী ৫দিন ব্যাপী ষোড়শ উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) রাত ৮টায় উপজেলার পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি কে.এ.এম. ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট’স সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা স্কাউট সম্পাদক মো. নুরুল আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, স্কাউট অঞ্চল সম্পাদক এসএম শাহেনেওয়াজ আলী মির্জা, জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আলী, সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, তাপস ঘোষ, মো. কামরুল হাসান, ইলিয়াস, মাহমুদুল হক, উপজেলা স্কাউটস সহ-সভাপতি শেখ মোহাম্মদ নুরুল হুদা, সুমন দাশ, সুমী বড়ুয়া, কাজল কান্তি চৌধুরী, শওকত হোসেন, , কোষাধ্যক্ষ নজির আহমদ, সহকারী কমিশনার মোহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সম্পাদক ফারুক ইসলাম।
এ সমাবেশে অংশ নিয়েছে উপজেলার ৩২ টি দল।