আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় অপহরণের শিকার প্রবাসী মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চালানো অভিযানে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই ইদ্রিস ও এএসআই মোস্তাক।
নিখোঁজ ইউনুস সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হিলিমিলি এলাকার আজগর আলী মিয়াজি বাড়ির আলি আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে আসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাস ফেরত ইউনুস ১৮ মে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকায় তার নির্মাণাধীন সেমিপাকা ঘর দেখতে যান। দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঘরের সামনে রাস্তা দিয়ে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং ঝগড়ার একপর্যায়ে মারধর করে। এরপর তারা ইউনুসকে টানা-হেঁচড়া করে মাইজ পাড়ার বিলের ভেতর দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে দুপুর ২টা ৪ মিনিটে অপহরণকারীরা ইউনুসের মোবাইল নাম্বার থেকে তার মেয়ে তাসমিয়া তাহসিন তামান্নার ফোনে কল করে। ফোনে তারা দাবি করে, ইউনুসকে মুক্ত করতে হলে ২ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে এবং তার অশ্লীল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
একই দিন বিকাল ৩টা ১০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আরও দুটি ফোন আসে। অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে হুমকি অব্যাহত রাখে। এসব ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নাসিমা আক্তার সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ রাতেই অভিযান চালায় এবং মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।