চান্দিনায় পরিচয় ও বয়স গোপন করে গ্রাম পুলিশে চাকুরি করার অভিযোগ

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):


কুমিল্লা চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নিয়োগের সময় পরিচয় ও বয়সের তথ্য গোপন করে অত্র ইউনিয়নের শ্রীমন্তপুর মৌলভীবাড়ীর মফিজুল ইসলামের মেয়ে মোসাঃ মরিয়ম আক্তার (গ্রাম পুলিশের তালিকায় মাফিয়া বেগম) নামে এক মহিলা গ্রাম পুলিশে চাকরি নেওয়ার তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গ্রাম পুলিশ মাফিয়া বেগমের জাতীয় পরিচয়পত্র নং-৬৮৬৬০৮৫৭৫৩ অনুযায়ী তার প্রকৃত নাম হচ্ছে মোসাঃ মরিয়ম আক্তার এবং জন্ম তারিখ ০২ ডিসেম্বর ১৯৮৫।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ২০১৮ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে চাকরি করতে আগ্রহীদের বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সেই সময় মোসাঃ মরিয়ম আক্তারের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ছিল ৩৩ বছর। কিন্তু তিনি তার সঠিক নাম ও বয়স গোপন করে, জাল জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে ৩০ বছরের মধ্যে বয়স দেখিয়ে চাকরি লাভ করেন।

বরকইট ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের তথ্যাবলী ও রেজিস্টারে মোসাঃ মরিয়ম আক্তারের নাম রয়েছে মাফিয়া বেগম, জন্ম তারিখ ০২/০৬/১৯৬৫ এবং চাকরিতে যোগদানের তারিখ ১১/০৬/১৯৮৭। অথচ প্রকৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মের ২ বছর পর তিনি গ্রাম পুলিশে নিয়োগ পান, যা সম্ভব নয়।

স্থানীয়দের দাবি, মোসাঃ মরিয়ম আক্তার সরকারি চাকরিতে প্রকৃত নাম ও বয়স গোপনের অপরাধসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। একই সঙ্গে তিনি সরকারি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করে যাচ্ছেন।

স্থানীয়রা আরও জানান, মাফিয়া বেগম নামধারী এই গ্রাম পুলিশ এলাকার অসহায় নারী-পুরুষের কাছ থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং টিনের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বাল্যবিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এরকম জুলুমবাজ গ্রাম পুলিশ মোসাঃ মরিয়ম আক্তারের হাত থেকে মুক্তি চান এলাকাবাসী। তারা তার অবৈধ নিয়োগের প্রতিবাদ জানিয়ে আইনের আওতায় আনার দাবি করেছেন।

মোসাঃ মরিয়ম আক্তারের সঙ্গে মুঠোফোনে নিয়োগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার কখন গ্রাম পুলিশে নিয়োগ হয়েছে আমার জানা নেই এবং আমি এখন গ্রাম পুলিশের চাকরি করি না।”

বরকইট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ নুরে আলম বলেন, “গ্রাম পুলিশ মোসাঃ মরিয়ম আক্তারের চাকরি বিগত চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের আমলে হয়। কিছুদিন আগে জানতে পারি, তিনি নাম ও বয়স গোপন করে চাকরি করছেন। এ বিষয়ে আমার কাছে অফিসিয়ালি যে নির্দেশ আসবে, আমি সেটাই পালন করবো।”

উল্লেখ্য, বরকইট ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশের পূর্বের তথ্য অনুযায়ী উত্তর শ্রীমন্তপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আলমের নিয়োগ হয়েছিল ১১/০৬/১৯৮৭ এবং তার জন্ম তারিখ ছিল ০২/০৬/১৯৬৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *