পুলিশ সুপার মহোদয়ের বিশেষ উদ্যোগে রাউজানের অপরাধপ্রবণ এলাকায় পথসভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম: 

রাউজান থানাধীন ঈশান ভট্টের হাট, নাতোয়ান বাগিচা ও নোয়াপাড়া বাজারে পুলিশ ও জনতার করণীয় বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এসব পথসভা আয়োজন করা হয়।

পথসভায় স্থানীয় জনসাধারণ পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে তাদের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার আশ্বস্ত করে বলেন, “পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছে এবং সমাজে শান্তি বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “জনগণের সহায়তা ছাড়া পুলিশের পক্ষে সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা আইন প্রয়োগে আপসহীন থাকবো।”

এই ধরনের উদ্যোগ অপরাধীদের মধ্যে ভীতি ও জনমনে নিরাপত্তাবোধ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয়রা। পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার ১৭টি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের পথসভা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উক্ত পথসভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখা ও স্পেশাল অপারেশন টিম (SOT)-এর সদস্যগণ এবং স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, “জননিরাপত্তায় আমরা সার্বক্ষণিক জনগণের পাশে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *