রাজধানীর শাহ আলী থানার মাজার রোডে আবাসিক হোটেল কর্ণফুলীতে চলছে অসামাজিক কার্যকলাপ

স্টাফ রিপোর্টার: 

রাজধানীতে “আবাসিক হোটেল” নামে চলছে অবাধ অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য। অলিতে-গলিতে, এমনকি বাসাবাড়িতেও চলেছে মাদকের আসর ও অনৈতিক কর্মকাণ্ড। এসব দেখার যেন কেউ নেই।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাজারভক্তরা মিরপুর বাজার এলাকায় অবস্থান নেন, এবং রাত হলে অনেকেই আবাসিক হোটেলে থাকার চেষ্টা করেন। কিন্তু এইসব হোটেলগুলোতে থাকার কোনো উপযোগী পরিবেশ নেই। কারণ, এসব আবাসিক হোটেলে রাতদিন চলে অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবনের আড্ডা।

বিশেষ করে মিরপুর বাজার রোডে অবস্থিত হোটেল কর্ণফুলীতে ২৪ ঘণ্টা চলে এইসব অনৈতিক কার্যক্রম। স্থানীয়রা অভিযোগ করেন, হোটেলটির মালিক মিলন, দুলাল, চাঁদ, ফারুক, তরিকুল ও সোহেল এই অবৈধ ব্যবসার মূল হোতা। অথচ প্রশাসনের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, শাহ আলী থানা বিষয়টি জানলেও দেখেও না দেখার ভান করে। মাঝে মাঝে অভিযান চালালেও, অভিযানের খবর আগে থেকেই হোটেল মালিকদের কানে পৌঁছে যায়। ফলে পুলিশ গিয়ে পায় না কোনো প্রমাণ। এতে এলাকাবাসীর মাঝে হতাশা ও ক্ষোভ বাড়ছে। পুলিশের এ ধরনের আচরণ চোর-পুলিশ খেলায় রূপ নিয়েছে বলে মন্তব্য করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *