জেসি বসু ইনস্টিটিউশনের গভর্নিং বডির সভাপতি হলেন মীর সরফত আলী সপু

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মীর সরফত আলী সপু।

রবিবার (১৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা গ্রামে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ঐতিহ্য ধরে রেখেছে। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ পায়।

নতুন সভাপতি মীর সরফত আলী সপু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন।

শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক ও গুণগত শিক্ষার পথিকৃৎ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *