বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে সকল ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে: মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের নন্দনকাননস্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন তা বাস্তবায়িত হলে দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদের দুটি রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদী’ চেতনায় ঐক্যবদ্ধ করেছেন, ফলে নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান হওয়া উচিত।

তিনি আরও বলেন, দেশের একটি কুচক্রী মহল বিদেশি অপশক্তির সঙ্গে মিলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে, তারা জনগণের নয় বরং বিদেশি তাঁবেদারির পক্ষে অবস্থান করছে। ব্যারিস্টার মীর হেলাল অভিযোগ করেন, দেশের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে কিছু গোষ্ঠী ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা তাদের দেশপ্রেমের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী ও আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, যুবদল নেতা মো. রাজু, তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, দীপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, এড. সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, এড. মধুসূদন দাশ, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল ও সুলাল ধরসহ অনেকে। বক্তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *