ট্রাম্পকে খুশি রাখতে আসছে বাজেটে ১০০ পণ্যের শুল্ক কমছে

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশ আসন্ন বাজেটে অন্তত ১০০ ধরনের আমদানি পণ্যের শুল্ক কমাতে যাচ্ছে। মূলত ওয়াশিংটনের আরোপিত অতিরিক্ত শুল্ক হালকা করতে এ উদ্যোগ নিচ্ছে সরকার।

সোমবার (১৯ মে) রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ রাজস্ব বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১০০টি ট্যারিফ লাইনের পণ্যে শুল্ক শূন্য করার প্রস্তাব করে। এর মধ্যে তেল, গ্যাস, অস্ত্র, যুদ্ধবিমান ও মিসাইলের মতো সরকারি আমদানিকৃত পণ্যও রয়েছে। এসব ক্ষেত্রে চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধা থাকায় রাজস্ব হারানোর ঝুঁকি নেই বলেই এনবিআরের ব্যাখ্যা।

বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও আমদানি মাত্র ২ বিলিয়ন ডলারের। এই বাণিজ্য ঘাটতির পটভূমিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি অতিরিক্ত শুল্ক বসিয়েছে, যার প্রভাব পড়তে পারে তৈরি পোশাক রপ্তানিতে। যুক্তরাষ্ট্রে ঢুকতে বাংলাদেশের পোশাক পণ্যের ওপর শুল্ক দাঁড়িয়েছে প্রায় ৫২ শতাংশ। এ নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এনবিআর জানিয়েছে, বাংলাদেশ এর আগে থেকেই ১৯০ ধরনের পণ্যের ওপর শুল্ক শূন্য রেখেছে। এবার আরও ১০০টি পণ্য সেই তালিকায় যুক্ত হচ্ছে।

বৈঠকে ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে কিছু সংস্কারের নীতিগত সিদ্ধান্তও হয়েছে। করমুক্ত আয়সীমা বাড়ানো, সর্বনিম্ন কর ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

তবে রাজস্ব বাড়ানোর চেয়ে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে হবে—এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, বিনিয়োগ দেখিয়ে কর ছাড় নেওয়ার অনিয়ম বন্ধ করতে হবে। বিশেষ করে, মৎস্য, ডেইরি ও পোলট্রি খাতে কর ছাড়ের সুযোগ তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *