ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ আগামীকাল

স্বাধীন সংবাদ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়াতে হাইকোর্টে করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ধার্য করেছে আদালত।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার আদেশের জন্য শুনানি শেষে এ দিন ধার্য করে।

রিটে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে রিটটি করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়।

উল্লেখ্য, বিতর্কিত ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু গত ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাকের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ইশরাকের সমর্থকরা। কয়েকদিন ধরে তারা নগর ভবন ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বুধবারও নগর ভবনের আশপাশের এলাকায় তাদের অবস্থান ও বিক্ষোভ অব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *