স্বাধীন সংবাদ ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেন লিখেছেন, “গণতান্ত্রিক ভাষায় ও রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণেই আপনাদের পদত্যাগ করা উচিত। যেহেতু এটি প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন এমন ইঙ্গিত রয়েছে, তাহলে পদত্যাগের দাবি কি অযৌক্তিক? বরং এটাই হবে সঠিক ও সম্মানজনক পদক্ষেপ।”
তিনি আরও উল্লেখ করেন, “আপনাদের সহকর্মী নাহিদ ইসলাম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্বে থেকে রাজনৈতিক দলে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি রাজনৈতিক সততার কারণে আগেভাগেই পদত্যাগ করেছেন। অতীতে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহরাও এমন পথ বেছে নিয়েছিলেন।”
ইশরাকের মতে, উপদেষ্টা হিসেবে থেকে দলীয় সংশ্লিষ্টতা বজায় রাখা সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তোলে। তিনি বলেন, “আপনারা পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও জোরদার হবে। আর ক্ষমতায় থেকে কোনো দলীয় সুবিধা না দেওয়ার প্রতিশ্রুতি যতই দিন, বাস্তবে তা কার্যকর হয় না।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, “আমাকেও দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি সৃষ্টি করার অভিযোগ শুনতে হয়েছে। কিন্তু আমার অন্য কোনো পথ ছিল না। আজ অবধি আমাকে রাজনৈতিকভাবে আটকে রাখার সিদ্ধান্ত আসছে দলীয় মহল থেকেই। এটি বোঝার জন্য খুব বেশি রাজনৈতিক সচেতনতার প্রয়োজন হয় না।”
ইশরাক বলেন, “আপনাদের যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণকে বোঝানো জরুরি ছিল। আজও সেই প্রয়াসেই কথা বলছি। এখন আপনারা যে অবস্থানে রয়েছেন, সেটি থেকে সরার কোনো যুক্তিসংগত পথ নেই। পদত্যাগই একমাত্র সম্মানজনক ও যৌক্তিক সিদ্ধান্ত।”