স্বাধীন সংবাদ ডেস্ক:
বাংলাদেশে আবারও ষড়যন্ত্রের ছায়া ঘনিয়ে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি এই শঙ্কার কথা জানান।
ফখরুল বলেন, দেশে “বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে” এবং “গোত্রে গোত্রে বিভেদ” সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি করে একটি সুপরিকল্পিত চক্রান্ত চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি—সরকারের ভেতরে ঢুকে কিছু গোষ্ঠী বাংলাদেশকে একটি বিপজ্জনক মোড়ে ঠেলে দিতে চায়। তারা এই দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।”
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন—এসব বাস্তবায়নের সংগ্রামে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে।”
তিনি সবাইকে সতর্ক করে বলেন, “সাবধান! আবারো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এদেশে যেন আর কোনো স্বৈরশাসন, ফ্যাসিবাদ মাথা না তুলে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমাদের নজরদারি আরও জোরদার করতে হবে।”
মির্জা ফখরুল তার পোস্টে বিএনপির ত্যাগের ইতিহাসও তুলে ধরেন। তিনি বলেন, “৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার প্রাণ গেছে, গুম হয়েছেন প্রায় ১ হাজার ৭০০ জন। কিন্তু এসব নিপীড়ন বিএনপিকে থামাতে পারেনি।”
তিনি বলেন, “আজ যারা সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্য একটাই—বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা, উন্নয়ন রোধ করা। এসময় শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আমাদের বড় প্রেরণা।”
শেষে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “যে যেখানে আছেন, মনে রাখবেন—গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে আপনিই প্রথম প্রহরী।”