আব্দুর রশিদ:
সাতক্ষীরা শহরের যানজট নিরসন, প্রাণ সায়ের খাল খনন ও সংস্কার, জলবদ্ধতা নিরসন,সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি।
মানববন্ধনের সভাপতি করেন বিশষ্ট সমাজ সেবক আল হাজ আবুল কালাম বাবলা। সাংবাদিক ও সমাজ সেবক ময়না সাহেব।সহ বিভন্ন সুধি জনেরা
২১ মে ২০২৫ বুধবার সকাল দশটায় কালেক্টরেট অফিসের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও “মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত কালভার্ট নির্মান, কালভাটের সংযুক্ত গিরিখাল না থাকা ও প্রাণ সায়ের খাল সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ জায়গাসহ,আশে পাশের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়, সৃষ্ট হয় জলবদ্ধতা, যার ফলে চরম দূভোগ পোহাতে হয় সকল শ্রেনীর মানুষের।
বিনের পোতা থেকে ধুলিয়ার হয়ে বাঁকাল ব্রিজ পর্যন্ত সড়কটি সংস্কার ও সংকীর্ণতার কারণে যানজট ও প্রায় সড়ক দূঘর্টনা ঘটছে । এসমস্যা সমাধানকল্পে দ্রত রিং রোড স্থাপনের দাবী জানান তারা ,অন্যদিকে সাতক্ষীরা টু শ্যামনগর পর্যন্ত রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় খানা খন্দে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দূভোর্গ পোহাতে হচ্ছে পথচারী ও ক্ষুদে শিক্ষার্থীদের।তাই যানজোট নিরসন, প্রাণ সায়ের খাল খনন ও সংস্কার, জলবদ্ধতা নিরসন, সাতক্ষীরা টু শ্যামনগর সড়ক সংস্কারের দাবি জানান তারা।