৩০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

ঢাকার মতিঝিল এলাকায় মাত্র ৩০ টাকার জন্য বন্ধু মমিন (২০) এর হাতে প্রাণ হারালেন আরেক বন্ধু রাকিব (১৯)। ঘটনার ৭ দিনের মাথায় মতিঝিল থানা পুলিশ অভিযুক্ত রাকিবকে গ্রেফতার করেছে।

জানা যায়, গত ১২ মে সন্ধ্যায় মমিন, রাকিব ও আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আমগাছ থেকে আম পেড়ে কাঁচাবাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।

টাকার ভাগ অনুযায়ী আলামিন ১৩০ টাকা নিয়ে চলে গেলে বাকি ২৬০ টাকা থেকে রাকিব ৮০ টাকা খরচ করেন। পরে রাত ৯টার দিকে রাকিব মমিনকে ১০০ টাকা দিলে মমিন আরও ৩০ টাকা দাবি করে।

এ নিয়ে বাকবিতণ্ডা হয়, তারা বাড়ি ফিরে যায়। পরদিন সকালে একই স্থানে ফের দেখা হলে টাকা নিয়ে আবার তর্ক হয় এবং মমিন রাকিবের মা-বোনকে গালিগালাজ করে। উত্তেজনার একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় মারলে মমিন ইট দিয়ে আঘাত করতে উদ্যত হয়। তখন রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় আঘাত করে।

গুরুতর আহত মমিনকে রিকশা করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর রাকিব পালিয়ে যায়। পরে মতিঝিল থানায় মামলা হলে তদন্তে নেমে পুলিশ ২০ মে রাকিবকে গ্রেফতার করে এবং আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নিহত মমিনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে এবং অভিযুক্ত রাকিব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *