আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে হবেঃ আবদুস সালাম

স্টাফ রিপোর্টার: 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম। তিনি বলেন, “কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। তাহলে আজকের (বুধবার) মধ্যেই কেন ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হবে না?”

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সালাম বলেন, “গত সাত দিন ধরে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা ইশরাকের পক্ষে আন্দোলন করছেন। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। কিন্তু দু-একজন উপদেষ্টার জন্য যদি সরকারের সিদ্ধান্ত অটল না থাকে, তাহলে সেটি পুরো রাষ্ট্রের জন্য অনিশ্চয়তার বার্তা বয়ে আনবে।”

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হোক, তা আমরা চাই না। কিন্তু জনগণের রায়ের প্রতি অবজ্ঞা করা হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো।”

চট্টগ্রাম বন্দর ইজারা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, “বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার ষড়যন্ত্র চলছে, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। একইভাবে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর গঠনের পরিকল্পনাও দেশের সার্বভৌমত্বের হুমকি।”

তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান? ৯ মাস পেরিয়ে গেছে, এখনও কোনো লক্ষণ নেই। আপনি বলছেন জাতীয় ঐকমত্য হয়নি—তা তো কখনোই হবে না। যেগুলোতে ঐকমত্য আছে, সেগুলো নিয়েই নির্বাচনের ব্যবস্থা করুন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়ক, খোলাবাজার সম্পাদক ও গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। সঞ্চালনায় ছিলেন লেখক ও গবেষক কালাম ফয়েজী। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *