কামরুল ইসলাম:
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি মো. সিরাজুল ইসলামকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেছে চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মনু ফকির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী আব্বাসের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. জিয়াউদ্দিন ও এসআই জোবায়ের হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটক সিরাজুল ইসলামের বয়স ৪৮ বছর। তিনি বড়হাতিয়া ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা, পিতা মৃত ফারুক এবং মাতা নূরজাহান বেগম।
প্রাথমিকভাবে তার দেহ তল্লাশিতে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৭, তারিখ ২০/০৫/২০২৫।
এদিকে, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী আব্বাসের প্রশংসা করেছেন এলাকাবাসী। তারা জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বড়হাতিয়া ইউনিয়নে মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে। এক সময়ের ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত এলাকাটি বর্তমানে লোহাগাড়া উপজেলার সবচেয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ ইউনিয়নে পরিণত হয়েছে। এলাকাবাসী মনে করেন, মো. আলী আব্বাস একজন ধর্মভীরু, সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা এবং তিনি অফিসার ইনচার্জ (ওসি) হওয়ার যোগ্যতা রাখেন।